Powered by Blogger.

Blog Archive

Featured Articles

Decoration

All Stories

Thursday, 26 June 2014

এখুন আপনার ব্লগের ব্যাক গ্রউন্ড এর রঙ পরিবর্তন করবে পাঠকরা ।



আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের জন্য দারুন একটি ব্যাক গ্রউন্ড এর রঙ পরিবর্তন করার ওয়েড গেট নিয়ে এলাম আশাকরি আপনাদের এই ওয়েড গেট  খুব পছন্দ হবে এবং আপনার ব্লগকেও করে তুলবে আরও সুন্দর । তাহলে নীচে থেকে এর ডেমো দেখে নিন এবং সঙ্গে কিভাবে যুক্ত করবেন তা দেখে নিন ।

                                         
                    
১) আপনার ব্লগার ব্লগ লগ অন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করুন তারপর Add a Gadget এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 





২) এবার যে বক্স ওপেন হবে সেখান থেকে HTML/JavaScript এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন । 


৩) এবার একটি বক্স ওপেন হবে সেখানে Title ঘর ফাকা রেখে Content ঘরে উপরের যেটি পছন্দ সেই কোডটি কপি করে পেস্ট করুন । নীচের চিত্রে দেখুন । 

       
   
.:::কোড পেতে নিচ যান:::.
""""""""""""""""""""""""""""""""

<script language="javascript">
document.write( unescape( '%3C%64%69%76%20%63%6C%61%73%73%3D%22%77%69%64%67%65%74%2D%63%6F%6E%74%65%6E%74%22%3E%0A%3C%63%65%6E%74%65%72%3E%3C%62%3E%43%68%6F%6F%73%65%20%79%6F%75%72%20%66%61%76%6F%75%72%69%74%65%20%63%6F%6C%6F%72%3C%2F%62%3E%3C%2F%63%65%6E%74%65%72%3E%0A%3C%62%72%2F%3E%0A%3C%73%63%72%69%70%74%20%74%79%70%65%3D%22%74%65%78%74%2F%6A%61%76%61%73%63%72%69%70%74%22%3E%0A%66%75%6E%63%74%69%6F%6E%20%62%67%43%68%61%6E%67%65%28%62%67%29%0A%7B%0A%64%6F%63%75%6D%65%6E%74%2E%62%6F%64%79%2E%73%74%79%6C%65%2E%62%61%63%6B%67%72%6F%75%6E%64%3D%62%67%3B%0A%7D%0A%3C%2F%73%63%72%69%70%74%3E%0A%3C%74%61%62%6C%65%20%62%6F%72%64%65%72%3D%22%31%22%20%77%69%64%74%68%3D%22%31%30%30%25%22%20%68%65%69%67%68%74%3D%22%32%30%22%3E%0A%3C%74%62%6F%64%79%3E%3C%74%72%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%38%42%30%30%38%42%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%38%42%30%30%38%42%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%39%34%30%30%44%33%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%39%34%30%30%44%33%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%30%30%38%30%38%30%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%30%30%38%30%38%30%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%38%30%38%30%38%30%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%38%30%38%30%38%30%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%43%44%38%35%33%46%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%43%44%38%35%33%46%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%32%46%34%46%34%46%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%32%46%34%46%34%46%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%44%43%31%34%33%43%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%44%43%31%34%33%43%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%34%42%30%30%38%32%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%34%42%30%30%38%32%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%74%64%20%6F%6E%63%6C%69%63%6B%3D%22%62%67%43%68%61%6E%67%65%28%27%23%41%35%32%41%32%41%27%29%22%20%62%67%63%6F%6C%6F%72%3D%22%23%41%35%32%41%32%41%22%3E%0A%3C%2F%74%64%3E%0A%3C%2F%74%72%3E%3C%2F%74%62%6F%64%79%3E%3C%2F%74%61%62%6C%65%3E%0A%3C%2F%64%69%76%3E%0A%3C%66%6F%6E%74%20%63%6F%6C%6F%72%3D%22%23%46%46%46%46%46%46%22%3E%57%69%64%67%65%74%20%42%79%3A%2D%20%3C%61%20%68%72%65%66%3D%22%68%74%74%70%3A%2F%2F%77%77%77%2E%77%69%64%67%65%74%67%65%6E%65%72%61%74%6F%72%73%2E%63%6F%6D%2F%22%20%73%74%79%6C%65%3D%22%63%6F%6C%6F%72%3A%20%23%46%46%46%46%46%46%22%3E%57%69%64%67%65%74%20%47%65%6E%65%72%61%74%6F%72%73%3C%61%3E%3C%2F%61%3E%3C%2F%61%3E%3C%2F%66%6F%6E%74%3E' ) );
</script>



* আশাকরি আপনাদের বুজতে কোন অসুবিধা হবে না তাও যদি কেউ কোন রকম সমস্যার সমখিন হন তাহলে আমাকে নির্দ্বিধাই কমেন্ট করে জানাতে পারেন । 

* তাহলে আজকের মতো এই পর্যন্ত এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে । আল্লাহ্‌ হাফেজ । 
23:50 - By badartalainfo 0

নিজেই ঠিক করুন নিজের নষ্ট হয়ে যাওয়া মেমোরি কার্ড !

তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনোভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না।
এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকে আমরা মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারি।





এ জন্য কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ডড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator নির্বাচন করে সেটি খুলুন। কমান্ড
প্রম্পট চালু হলে এখানে chkdsk mr লিখে এন্টার করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।
কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যেটি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।
এখানে convert lost chains to files বার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না।..

এই ট্রিকটি আমি নিজে ব্যাবহার করি নি, তাই উপরে বর্ণিত স্টেপগুলো আপনার নিজের দায়িত্বে করবেন।
23:45 - By badartalainfo 0

পেনড্রাইভকে বানিয়ে ফেলুন পিসি র‍্যাম !

সুপ্রিও বন্ধুরা এই মেঘলা দিনে আমি নিয়ে হাজির হলাম এক নতুন টিপস । কি টিপস তা বুজতেই পারছেন নিশ্চই । আমাদের পিসি র‍্যাম কম  থাকার কারনে অনেক সমস্যায় পরতে হয়  ।অনেক সময় কম্পিউটার কাজই করতে চায় না । পেন্ড্রাইভ দিয়ে আপনি সহজেই আপনার পিসিকে দ্রুততর করতে পারবেন । কিভাবে করবেন তা জানার জন্য নিচের ধাপ অনুসরণ করতে হবে ।
1.
670px-Use-Pen-Drive-As-RAM-Step-1
Insert your pen-drive. Let your PC read it. Make sure to delete all the stuff on it first.(Minimum 2 GB)
670px-Use-Pen-Drive-As-RAM-Step-2
2.
Right click on My Computer.
  • Click on Properties from context menu.
  • 670px-Use-Pen-Drive-As-RAM-Step-2Bullet1
670px-Use-Pen-Drive-As-RAM-Step-3
Click on Advanced tab.
3.670px-Use-Pen-Drive-As-RAM-Step-4
Click on Settings under Performance.
4.670px-Use-Pen-Drive-As-RAM-Step-5
Click on Advanced tab.
5.670px-Use-Pen-Drive-As-RAM-Step-6
Click on Change button under Virtual memory.
6.670px-Use-Pen-Drive-As-RAM-Step-7
Select your USB drive.
7.670px-Use-Pen-Drive-As-RAM-Step-8
Click on custom size radio button and give the values as follows;
  • Initial Size:1020
  • Maximum size:1020
  • The size depends upon your free memory capacity of your pen drive. So you can change this limit according to your pen drive size.
8.670px-Use-Pen-Drive-As-RAM-Step-9
Click on Set button, then click on OK.
9.670px-Use-Pen-Drive-As-RAM-Step-10
Now you have to restart the computer with pen-drive inserted. The speed of your computer will be increased.
সব কাজ ঠিক মত করতে পারলেই আপনি সফল হবেন ।
04:43 - By badartalainfo 0

ফেসবুক পেজ এবং ইউটিউব ভিডিও তে লাইক বাড়িয়ে নিন খুব সহজে, সাথে থাকছে আর অনেক কিছু না দেখলে মিস !!!

ফেসবুক পেজ এ কিভাবে লাইক বাড়াবেন আজ আমি আপনাদের দেখাবো । এক দম সহজ উপায় তার জন্য আপনার যা থকাতে হবে তা হল সুধু একটি ই-মেইল আর বাকি সব আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো ।
তো চলুন আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাই ।
আমার দেখা সবচেই ভাল সাইট এর মধ্যে হল একটি ADD ME Fast
খুব দ্রুত কাজকরা যায় এই সাইট এ এবং লাইক ও অনেক পাওয়া যায় ।। তাহলে চলুন আমরা এই সাইট গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেনি ।
অ্যাকাউন্ট ওপেন করার জন্য এইখানে ক্লিক করুন ।
তারপর try for free now তে ক্লিক করুন । ছবির মত …।
332
  
তারপর একটা ফরম আসবে নিচের ছবির মত ওখানে আপনার ইমেইল , আপনার পছন্দের পাসওয়ার্ড , এবং কেপছা এন্ট্রি করে সাইন আপ এ ক্লিক করুন ।
Image 2
তারপর আপনার ইমেইল অ্যাকাউন্ট এ একটা ইমেইল আসবে add me fast থেকে ভেরিফাই করার জন্য
তাই যে ইমেইল দিয়ে সাইন আপ করছেন ওই অ্যাকাউন্ট ওপেন করুন এবং আপনার add me fast অ্যাকাউন্ট টি ভেরিফাই করে নিন । সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।
এই বার কি ভাবে কাজ করবেন টা দেখাছি ।
আপনার ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন করে নিন ।
আশা করি ৫০ পয়েন্ট পেয়ে গেছেন কিন্তু আর ও পয়েন্ট অর্জন করতে হবে ।
তাই ছবি টা দেখেন …।
fghgf

আপনি ফেসবুককে একটা ফেইক আইডি তৈরি করে নিন । অরজিনাল আইডি দিয়ে এই কাজটা না করাই ভাল ।
তারপর আপনার ফেসবুক টা লগইন করেনিন ।
এই বার add me fast a apni অনেক গুলু বক্স দেকতে পাচ্ছেন যেকোনো একটি তে ক্লিক করুন । আমি Facebook like box এ ক্লিক করছি । তারপর নিচের ছবির টা দেখুন ।
Image 5
You will get 8 points for like তার মানে হল আপনি এই পেজ টা লাইক করলে ৮ পয়েন্ট আপনার অ্যাকাউন্ট এ যোগ হবে । তাহলে আর দেরি না করে লাইক বাটন এ ক্লিক করুন দেকবেন নতুন একটা উইন্ডোজ ওপেন হবে নিচের ছবির মত ।
2
তারপর লাইক এ ক্লিক করেন এবং পেজ টা ক্লোজ করে দিন দেকবেন আপনার অ্যাকাউন্ট এ পয়েন্ট জমা হয়ে গেছে । এই ভাবে যত লাইক করবেন তত পয়েন্ট পাবেন ।
xfg

এইবার আশি কিভাবে আপনার পেজ এ বা পোস্ট এ লাইক আনবেন ।
ADD Site/Page এ ক্লিক করেন । তারপর নিচের মত করে একটা ছবি দেকবেন ।
Image 11
যদি ফেসবুক পেজএ লাইক পেতে চান টাইপ ফেসবুক লাইক সিলেক্ট করুন । তারপর আপনার টাইটেল দেন আপনার পেজ এর নাম । এবং পেজ URL এ আপনার ফেসবুক পেজ এর লিঙ্ক দিন CPC হল আপনি এক লাইক এ কত পয়েন্ট দিতে চান CPC ৫ পয়েন্ট থাকলে ভাল result পাবেন । তারপর SAVE CHANGES এ ক্লিক করে সেভ করে নিন ।
এই বার আপনি যত লাইক দিবেন আপনার পেজ এ তত লিকে আশতে থাকবে ।
সবচেয়ে ভাল বিষয় হল আপনি ৫০ টা পেজ লাইক দিলে ADD MEE FAST এর পক্ষ থেকে ২০০ পয়েন্ট ফ্রী পাবেন ।
বোনাস পয়েন্ট পাবার জন্য কি করতে হবে তার ও ছবি দিলাম ।
 fgdf
Daliy Bonus এ ক্লিক করুন ।।
তারপর get bonus এ ক্লিক করলে আপনার বোনাস পেয়ে যাবেন ।।
এই ভাবে youtube like , twiter , fb post , fb share ,fb followers etc সব বাড়াতে পারবেন
সবাই ভাল থাকবেন আমার পোস্টটি ভাল লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন ।


আর আমার ফেইসবুকে একটা লাইক দিবেন।
04:32 - By badartalainfo 0

ফেসবুক ব্যবহার করে কোটিপতি…!( Facebook)

তিন বছর আগেও যিনি ছিলেন দেউলিয়া, পথের ফকির, জেল ফেরত আসামি আর আজ তাঁর মাসে আয় দুই লাখ ৭৫ হাজার ডলারেরও বেশি! বাংলাদেশি অর্থ যার পরিমাণ দুই কোটি সাড়ে নয় লাখ। ফেসবুকের যথাযথ ব্যবহারই তাঁকে দেউলিয়া থেকে কোটিপতি বানিয়েছে। বলা হচ্ছে, ডব্লিউটিএফ ম্যাগাজিন ও ফানিয়ারপিকস ডটনেটের প্রতিষ্ঠাতা জেসন ফিকের কথা।

FaceBook User

ফেসবুকের কল্যাণে নিজের ভাগ্যকে পরিবর্তন করা জেসন ফিককে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। ২০০৫ সাল থেকেই অর্থকষ্টে ছিলেন জেসন। রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করতেন তিনি। কিন্তু এক্ষেত্রে বাজারে মন্দা চলতে থাকায় তাঁর দুরাবস্থা সীমাহীন পর্যায়ে পৌঁছায়। স্ত্রী-পুত্র নিয়ে পড়েন মহাবিপদেই। টিকে থাকার জন্য আয়ের পথ খুঁজতে থাকেন তিনি।
এ সময়ই তাঁর বন্ধুরা একটি ওয়েবসাইট খোলার পরামর্শ দেন জেসনকে। বন্ধুদের কথা শুনে ডব্লিউটিএফ ম্যাগাজিন ডটকম ডোমেইনটি কিনে ফেলেন তিনি। চিন্তা করেন এই সাইটটিতে বিনোদনমূলক বিভিন্ন কনটেন্ট রাখবেন তিনি। তাঁর এই ডিজিটাল উদ্যোগের সঙ্গে হাত মেলান কয়েকজন বন্ধু। কিন্তু এ সময় কোনো অর্থকড়ি ছাড়াই শুরু করতে হয় এই উদ্যোগটি। জেসনের ভাষ্য, ‘আমার দলটি কোনো রকম আর্থিক সুযোগ-সুবিধা ছাড়া কাজ করে যাচ্ছিল। আমরা মজার মজার কনটেন্ট তৈরি করে যাচ্ছিলাম। আমরা আসলে কী করছিলাম সে সম্পর্কে ধারণা ছিল না।’
২০১১ সালে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট চালু করেন তিনি। এতে মজার মজার সব কনটেন্ট আপলোড করেন। তৈরি করেন ফেসবুক পেজ এবং তাঁর ওয়েবসাইট ও ফেসবুক পেজে একই রকম কনটেন্ট শেয়ার করতে শুরু করেন। এ সময় ম্যাগাজিনের জন্য একটি গল্প সংগ্রহ করতে গিয়ে তাঁকে জেলে যেতে হয়। তাঁর বিরুদ্ধে মারামারিতে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়। জেল থেকে ছাড়া পাওয়ার পর তাঁর জীবন আরও দুর্বিসহ হয়ে ওঠে। কোনো চাকরি পাওয়ার সম্ভাবনাও ছিল না। পরিবারকে সাহায্য করার মতো অর্থও ছিল না। তিনি আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন। কিন্তু তাঁর কারাভোগের অভিজ্ঞতার ঘটনা প্রকাশের জন্য একটি মাধ্যম খুঁজছিলেন তিনি। এ সময় তিনি বেছে নেন ফেসবুককে।
জেসন ফিক পরিকল্পনা করেন তাঁর ম্যাগাজিনসহ বেশ কিছু ফেসবুক পেজ খুলবেন এবং সেগুলোতে লাইক বাড়ানোর মাধ্যমে তাঁর তৈরি ওয়েবপেজগুলোতে ভিজিটর আনবেন। এরপরই জেসন শুরু করেন তাঁর পরিকল্পনা বাস্তবায়নের কাজ।
বিভিন্ন নামে ফেসবুকে ফ্যান পেজ খুলে লাইক বাড়ানোর কাজ শুরু করেন তিনি। তাঁর প্রচেষ্টা বিফলে যায়নি। ওয়েবসাইটে ভালো কনটেন্ট এবং ফেসবুকে লাইকের কারণে ওয়েবসাইটে ভালো পাঠক পেতে শুরু করেন এবং বিজ্ঞাপন থেকে দ্রুত তাঁর আয় বাড়তে থাকে।
শুরুতে অনেকগুলো ফেসবুক পেজ তৈরি করে তা চালাতে শুরু করেন জেসন। জেসন বলেন, ‘ফেসবুকে অনর্থক সময় দেওয়ার জন্য আমার স্ত্রী রাগ করতে শুরু করলেও আমি না খেয়ে বসে ফেসবুক পেজগুলো চালাতাম। আমি আমার স্ত্রীকে বলতাম ফেসবুকে আমি যে ডিস্ট্রিবিউশনের কাজ করছি এর মূল্য একদিন পাব।’
বর্তমানে জেসন ৪০টি ফেসবুক পেজ চালাচ্ছেন এবং এসব পেজগুলোতে সব মিলিয়ে দুই কোটি ৮০ লাখ লাইক রয়েছে। এই ফেসবুক পেজগুলো থেকে তাঁর ওয়েবসাইটে অসংখ্য পেজভিউ হয়। ওয়েবসাইটে বিজ্ঞাপন থেকে তাঁর আয়ও আসে প্রচুর। এ ছাড়াও জেসন সোশ্যাল মিডিয়া বিষয়ক পরামর্শক হিসেবেও ব্যবসা শুরু করেছেন। বর্তমানে ১৬ জনের কর্মসংস্থানও করেছেন তিনি।
৪০ বছর বয়সী জেসন ফিক দাবি করেন, শুধু ফেসবুকের কার্যকর ব্যবহারের কল্যাণেই তাঁর ভাগ্য বদলাতে পেরেছেন এবং নিজেকে একজন কোটিপতি হিসেবে দেখতে পারছেন। এই ব্যবসায় লাভ যেমন তেমনি চ্যালেঞ্জও রয়েছে।
ভবিষ্যত্ পরিকল্পনা সম্পর্কে জেসন মনে করেন, সামাজিক যোগাযোগের এই ‘যুদ্ধক্ষেত্রে’ পরিকল্পনা পাল্টে তিনি ব্যবসা করে যাচ্ছেন। একে যুদ্ধক্ষেত্র মনে করার কারণ হচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ মাঝে মাঝেই তাদের এলগরিদম পরিবর্তন করে এ ধরনের উদ্যোগকে ঠেকানোর চেষ্টাও করে থাকে।


 একটু কষ্ট করে আমার ব্লগটা দেথে আসুন    মনির 


04:21 - By badartalainfo 0

Latest News

Blogroll

© 2014 Badartala.Info. WP Theme-junkie converted by Bloggertheme9 Published By Gooyaabi Templates
Powered by Blogger.
back to top